'মানুষজন সম্পর্কে এক মতলবহীন
অনুভুতিময় সচেতনতা...। ভাস্কর চক্রবর্তী একথা বলেছিলেন সুব্রত চক্রবর্তীকে নিয়ে ।
সুব্রত চক্রবর্তীর মৃত্যুর প্রায় ৩৫ বছর পর, প্রকাশ পেল তার
কবিতাসংগ্রহ, এ কোনও কম কথা নয়। শ্যামলবরণ সাহা, কয়েকদিন আগেই স্মৃতিচারণে বলেছেন কবির কথা, বর্ধমান
লিটল ম্যাগাজিন মেলায়। বলছেন সপরিবারে ট্রেনে যেতে যেতে কবির লিচু দিয়ে পাউরুটি
খাওয়ার কথা। কবিপত্নি কে বলেছেন, আগে খাওনি কোনদিন?খাও। দেখ ভালোই লাগবে। কিংবা, চিঠি ফেলতে গিয়ে একশো
টাকার অনেকগুলো নোট পোস্ট বক্স-এ ফেলে আসবার কথা। তখন কলেজ শিক্ষকদের বেতন বিশাল
কিছু ছিল না। ফলে টেনশনই করছিলেন তিনি। সারাদিন পোস্ট বক্সের পাশে বসে ছিলেন,
পরে অফিসে যোগাযোগ করেন। বিকেলে পিওন আসতে উদ্ধার করেন সেই টাকা।
পরীক্ষার হলে গার্ড দিতে এসে শ্যামলবাবুকে লেখা কেমন চলছে জিজ্ঞেস করেছিলেন একবার।
তখন শ্যামলবাবুর জবাব ছিল চার নং প্রশ্ন চলছে। তাতে সুব্রত চক্রবর্তী বলেছিলেন এই
লেখা না, কবিতালেখা। এতটাই একক ছিলেন তিনি। তার কবিতায়,
গদ্যেও। একেবারে নিজস্ব ভঙ্গিমায় সুব্রত চক্রবর্তী লিখেছেন 'মাল্যবান' নিয়ে অসামান্য এই লেখা। বহু আগের এক উলুখড়
থেকে আমাকে এ গদ্যটিও খুঁজে দিয়েছেন অরণি বসু। তাকে আমরা লিটল ম্যাগাজিনের দেবদূত
বলতেই পারি।
No comments:
Post a Comment